Dr. Neem on Daraz
Victory Day

পবিপ্রবি‍‍`তে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা সংক্রান্ত সভা


আগামী নিউজ | পবিপ্রবি প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৪, ০৪:২২ পিএম
পবিপ্রবি‍‍`তে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা সংক্রান্ত  সভা

পটুয়াখালীঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা সংক্রান্ত বার্ষিক কর্মপরিকল্পনার আওতায় স্টেকহোল্ডারদের সাথে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।


৪ জানুয়ারি ( বৃহস্পতিবার) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আইকিউএসি এর সম্মেলন কক্ষে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা কমিটির আহবায়ক অধ্যাপক ড. মাহবুব রব্বানী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  অধ্যাপক  ড. স্বদেশ চন্দ্র সামন্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের  ট্রেজারার অধ্যাপক  মোহাম্মদ আলী, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন,  শিক্ষক- শিক্ষার্থী, কর্মকর্তা- কর্মচারী । সভায় বক্তারা অভিযোগ করার পদ্ধতি ও অভিযোগের প্রতিকার ব্যবস্থাপনা নিয়ে বিশদ আলোচনা করেন।

সাব্বির হোসেন/এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে